রুয়েটে এডভান্স আইসিটি কোর্স চালুর সিদ্ধান্ত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ কর্মরত শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের আইসিটি বিষয়ক কর্মাদক্ষতা বৃদ্ধির জন্য এডভান্স লেভেলের আইসিটি কোর্স চালু করা হবে। সোমবার দুপুরে রুয়েটে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আইটি বিষয়ক কর্মদক্ষতা বৃদ্ধির নিমিত্তে আয়োজিত চতুর্থ ও পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ এ কথা বলেন।
তিনি বলেন, রুয়েট বিগত কয়েক বছর যাবত সিসকো নেটওয়ার্কিং একাডেমির উদ্যোগে আয়োজিত কম্পিউটার টেনওয়ার্কিং প্রশিক্ষণ পরিচালনা করছে। যার মাধ্যমে বাংলাদেশে কম্পিউটার নেটওয়ার্কিংয়ে সহস্রাধিক দক্ষ পেশাজীবি তৈরী হয়েছে। রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে দক্ষ জনবল তৈরী করার নিমিত্তে রুয়েটের পক্ষ থেকে এডভান্স লেভেলের কোর্স আয়োজন করা হবে বলেও তিনি জানান।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)এর শিক্ষা ও গবেষণা প্রকল্পের সহায়তায় রুয়েটের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখা যৌথভাবে মোট ৫টি ব্যাচে প্রশিক্ষণ কোর্স অত্যন্ত সফলভাবে আয়োজন করে।
চতুর্থ ও পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান রুয়েট কেন্দ্রীয় কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন, ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)এর পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ উজ জামান, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনর্চাজ ড. বশির আহমেদ এবং ভারপ্রাপ্ত কম্পোট্রলার মোঃ নাজীম উদ্দীন আহম্মেদ। সভাপতিত্ব করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম।
চতুর্থ ও পঞ্চম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে রুয়েটের বিভিন্ন বিভাগ ও সেকশনে কর্মরত ৩২ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ড. বশির আহমেদ। প্রশিক্ষণ কোর্স পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র সিস্টেম এ্যানালিষ্ট বিমলেন্দু সেখর সরকার, সিস্টেম এ্যানালিষ্ট সৈয়দ মোস্তফা কামাল এবং এ্যাসিসট্যান্ট প্রোগ্রামার মোঃ এমদাদুল হক।##