রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

Ru gateরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদন রোববার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি টেলিফোন সেবাদান প্রতিষ্ঠান টেলিটকের সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৬ অক্টোবর। রাবির একাডেমিক শাখার উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আসলাম হোসেন জানান, এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কিছুটা হ্রাস করা হয়েছে। মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ পেতে হবে, যা আগে ছিল ৭.৫০। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে, যা আগে ছিল ৮। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ পেতে হবে, যা আগে ছিল ৮.৫০। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।#

পছন্দের আরো পোস্ট