বেরোবিতে ভর্তির রেজিস্ট্রেশন করবেন যেভাবে

BEROBIরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, ভর্তিচ্ছুক প্রার্থীরা একটি টেলিটক মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইজটজ লিখে স্পেস দিয়ে HSC শিক্ষাবোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখে আবার স্পেস দিয়ে HSC পরীক্ষার রোল নম্বর লিখে পুনরায় স্পেস দিয়ে HSC পাশের সন লিখে স্পেস দিয়ে SSC শিক্ষাবোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে SSC পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে SSC পাশের সন লিখে স্পেস দিয়ে কাক্সিক্ষত ইউনিটের কোডটি (A/B/C/D/E/F) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

আরো জানা গেছে, ৬ টি অনুষদের ২১ টি বিভাগের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং , ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগে মোট দশটি করে আসন বাড়ানো হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট