এশিয়া সামিটে অংশ নিচ্ছে ঢাবি প্রতিনিধিদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে লুতফুল কবির-এর নেতৃত্বে ২-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আগামী ২০-২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ৭ম ফারমাকোভিজিলেন্স এশিয়া সামিট-২০১৬ (7th Annual Pharmacovigilance Asia Summit 2016) এবং ২৭-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রিসার্চ ইনোভেশন এশিয়া সামিট-২০১৬ (Research Innovation Asia Summit-2016) -এ অংশগ্রহণের উদ্দেশ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন বিভাগের পিএইচ ডি গবেষক ফাহাদ হোসেন। এ উপলক্ষে প্রতিনিধিদ্বয় ১৯-২৯ সেপ্টেম্বর ২০১৬ সিঙ্গাপুরে অবস্থান করবেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট