গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ পরবর্তী ক্লাস শুরু

GONOপবিত্র  ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ ৭ দিনের ছুটি শেষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।রবিবার সরজমিনে ক্যাম্পাস পরিদর্শন শেষে দেখা যায়, ১৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে সকল কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী জানান, ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। কাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী। তবে শিক্ষার্থীরা জানান, ক্লাস শুরু হলেও যাতায়াতে বিঘ্নতার কারণে এখনো অনেকেই এসে পৌছাতে পারেনি।

উল্লেখ্য, রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ঈদ-উল-আযহা উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

পছন্দের আরো পোস্ট