শিক্ষক রোনালদো
তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে যেমন নিজের কাজটা ঠিকঠাকভাবে করে দলকে জয়ী করার চেষ্টা করেন, তেমনি ঘরেও আদর্শ বাবা হিসেবে ছেলের স্কুলের পড়া তৈরির কাজে সহযোগিতা করেন।
পড়ার টেবিলে ছেলের সঙ্গে ছবি তুলে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়েছেন রোনালদো। ছবিতে দেখা যাচ্ছে, রোনালদো জুনিয়রকে পড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
গ্রীষ্মের গরমের কারণে অন্য দেশগুলোর চেয়ে স্পেনের স্কুলগুলো দেরিতে খোলে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয় স্কুল। রোনালদোও তাই ছেলেকে নিয়ে বসেছেন পড়ার টেবিলে।#