`প্রেমের কয়েকটি লাইন’

Faisal

 

অামি এখন অন্ধকার!

কঙ্কালসার এক ছেলে,
অান্দোলিত হব প্রিয়া তোমার ছোঁয়া পেলে।
ছুঁয়ে যাও হৃদয় অামার শ্বেত জোছনার রাতে
তোমার নখস্পর্শে শরীর অামার উচ্ছৃঙ্খলতর মাতে।

 

চোখে তোমার চোখ যতোবার
তিয়াসা অামার ততোবার
শুধুই বাড়তে থাকে;
হত্যা করো লজ্জা-শরম
নিবিড় মৌনতাকে।

 

চলো অাজ যায়
যেখানে চোখ যায়…
শেফালি মাখা রোদ্দুরে
জানিনা তা কদ্দুরে…
যেতে যেতে কথা হবে
ভালোবাসা বাসা হবে।

চলো অাজ সেদিকে যায়
যেদিকে নির্লিপ্ত অত্যাচার অপার অন্ধকার অমানিশার যন্ত্রণার ঘোরটুকু নাই।#

 

 

ফয়সাল হাবিব সানি
তরুণ কবি ও সাহিত্যিক, বাংলাদেশ।
অমর একুশে গ্রন্থমেলা-২০১৬'- তে প্রকশিতদাবানল’ কাব্যগ্রন্থের রচয়িতা।
অনার্স প্রথম বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বাংলাদেশ।
ই-মেইলঃ habibsany728@gmail.com
ফেইসবুক অাইডিঃ Foysal Habib Sany

পছন্দের আরো পোস্ট