সড়ক দূর্ঘটনায় কুবি শিক্ষার্থীর মৃত্যু

তারেক ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী কুমিল্লার চান্দিনা মহাসড়কে লেগুনাার চাপায় নিহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া-নাওতলা অঞ্চল সংলগ্ন মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে সন্ধা ৬টার দিকে তার মৃত্যু হয়।

Post MIddle

তারেক ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী স্বাস্থ্য বিভাগের ডা. মো: রাজন। তিনি জানান,‘তাকে (তারেক) আমরা মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ এখানে আনার আগেই সে মারা যায়।’ সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

তারেকের চাচাতো ভাই সাইদুর রহমান জানান, ‘বুধবার বিকেলে বড় ভাই তুহিন আহমেদ ও খালাতো ভাই তানভীর আহমেদকে সাথে নিয়ে মটর বাইকে করে নানা বাড়িতে যাচ্ছিল তারেক। পথিমধ্যে চান্দিনাস্থ মাধাইয়া-নাওতলা মহাসড়কে অবস্থানকালে দ্রুতগতির একটি লেগুনা তাদেরকে পেছন থেকে চাপা দেয়। এই ঘটনায় তারা তিনজনই আহত হয়। বাকিদের অবস্থা গুরুতর না হলেও তারেক বাইকের পেছনে থাকায় মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে চান্দিনা মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথিমধ্যে সন্ধা ৬টায় তার মৃত্যু হয়।’

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান মো: মাহফুজুর রহমান বলেন, ‘তারেক বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের সিএসই বিভাগের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) মেধাবী ছাত্র ছিলো। তার গ্রামের বাড়িতে বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা।’

জানা যায়, তারেক ইসলামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মহারং গ্রামে। দু-ভাই এক বোনের মধ্যে তারেক মধ্যম ছিলো। তার বাবা মহারং বাজারের একজন ক্ষুদে ব্যবসায়ী।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট