চুয়েটে মসজিদের স্থান পরিদর্শনে রাবেতা ডিরেক্টর জেনারেল

Rabeta cuetচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন প্রস্তাবিত আবাসিক মসজিদের স্থান পরিদর্শন করলেন রাবেতা আল আলম আল ইসলামীর ডিরেক্টর জেনারেল (ভারপ্রাপ্ত) জনাব হাসান ডি. শাহবার, এনডিসি। অাজ (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে এ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দীন নদভী, চুয়েট উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

Post MIddle

এর আগে রাবেতা আল আলম আল ইসলামীর ডিরেক্টর জেনারেল (ভারপ্রাপ্ত) জনাব হাসান ডি. শাহবার চুয়েটের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

এ সময় রাবেতা আল আলম আল ইসলামীর ডিরেক্টর জেনারেল (ভারপ্রাপ্ত) জনাব হাসান ডি. শাহবার বলেন, সৌদি আরব ও বাংলাদেশ অত্যন্ত বন্ধুপ্রতিম। বিভিন্ন উন্নয়ন কার্যক্রমেও এ সুসর্ম্পকের প্রতিফলন ঘটছে। চুয়েটের আবাসিক মসজিদ নির্মাণের বিষয়টি আমরা বিশেষ গুরুত্ব সহকারে দেখছি। সম্মানিত মুসল্লীদের সুবিধার্থে আমরা যথাশীঘ্রই এ মসজিদের নির্মাণ কাজ শুরু করবো।

মতবিনিময়কালে চুয়েটের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণসহ, অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

উল্লেখ্য, দুইতলা বিশিষ্ট প্রস্তাবিত এ মসজিদের প্রতি তলায় প্রায় এক হাজার জন করে মুসল্লী নামাজ পড়তে পারবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Rabeta CUET

পছন্দের আরো পোস্ট