ঈদে বই পড়ুন অনলাইনে

online-book-readingঈদের অবসরে বিনোদনের অন্যতম মাধ্যম হতে পারে বই। বই পড়ে অবসর কাটালে মন-প্রাণ দুটোই ভালো থাকে। আপনার হয়তো বই পড়ার ইচ্ছে আছে, কিন্তু গাদাগাদি বই নিয়ে ভ্রমণের কথা ভাবতেই পারছেন না।

আবার হয়তো ছুটিতে বাড়ি যাওয়ার পথে দীর্ঘ জ্যামে পড়েছেন, এমন সময় বই পড়ে সময় কাটাতে পারেন। এতে আপনার ভ্রমণ আরো আনন্দদায়ক হয়ে উঠবে। তথ্যপ্রযুক্তির এই যুগে আপনাকে আর বস্তাবন্দি বই নিয়ে চলাফেরা করতে হবেনা।মোবাইল ফোন কিংবা ট্যাব ব্যবহার করে ই-বুক অ্যাপের মাধ্যমে হাজার হাজার বই ডাউনলোড করতে পারবেন।

বাংলাদেশে কিছু ই-বুক অ্যাপ রয়েছে। এগুলোর মধ্যে ‘সেইবই’ অ্যাপটি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

‘সেইবই’ অ্যাপের বাড়তি কিছু সুবিধা এর জনপ্রিয়তার মূল কারণ। যেমন লেখা ছোট বড় কারা, হাইলাইট, পাতার রং পরিবর্তন, অভিধান এবং বুকমার্কসহ আরো কিছু সুবিধা।

Post MIddle

‘সেইবই’-এ রয়েছে অসংখ্য ক্ল্যাসিক বই। এগুলো পাঠক ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এছাড়া ঈদ উপলক্ষে চলছে ‘সেইবই সেইরকম ঈদ অফার’। বিস্তারিত জানতে সেইবই ফ্যান পেজ www.facebook.com/sheiboireader/ ভিজিট করুন।
সেইবই অ্যাপ ইনস্টল করতে ব্রাউজ করুন নিচের লিঙ্ক:

অ্যানড্রয়েড: play.google.com/store/apps/details

আইফোন : itunes.apple.com/us/app/sheiboi

ওয়েবসাইট: www.sheiboi.com

পছন্দের আরো পোস্ট