রাফিকে বাচাতে এগিয়ে আসুন
নোবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাফি। খুদ্র ব্যাবসায়ী বাবা এবং গৃহিনী মায়ের আদরের সন্তান রাফি। বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়া লেখা করে অনেক বড় হবে। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস। রাফি আজ পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। রাফির দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ছেলেকে বাচাতে রাফির মা তার কিডনি ছেলেকে দিতে প্রস্তুত।
কিন্তু বর্তমানে তার চিকিৎসার জন্য প্রতিদিন ৭০০০-৮০০০ হাজার টাকা ব্যয় হচ্ছে। কিডনি ট্রান্সপ্লান্টেশন ছাড়াও আনুসাঙ্গিক খরচ বাবদ আনুমানিক ১৫ লক্ষ টাকার মত খরচ হবে। সেপ্টেম্বরের ২০-২৫ তারিখ তার কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ভারতের তামিল নাড়ুর Christian Medical College(CMC) এ নেয়া হবে।
কিন্তু ক্ষুদ্র ব্যাবসায়ী বাবার পক্ষে এত টাকার যোগান দেয়া সম্ভব হচ্ছে না। তাই রাফিকে বাচাতে সাহায্যের হাত বাড়ান। আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে একজন মেধাবী তরুনকে। ফিরিয়ে দিতে পারে দুঃখিনী মায়ের হাসি, দূর করতে পারে অসহায় বাবার আর্তনাদ।
সাহায্যের জন্য
বিকাশ- ০১৬৮৩৮৮৯৬০৪(মাহামুদুল ইসলাম, NSTU)
ডিবিবিএল-০১৮৫৬৮৪৬৫২৪৯(শাকিল আহমেদ, NSTU)
ব্যাংক একাউন্ট
১। ৫০০৫০০১০০৯০৭৯, মোহাম্মদ আনোয়ার হোসেন(বাবা), সোনালি ব্যাংক, হারাগাছ ব্রাঞ্চ, রংপুর
২। ০৫৭৩২০৫০০০০০০৮৪৫,সাফায়াত সুলতান(বন্ধু), UCB মাইজদী কোর্ট ব্রাঞ্চ, নোয়াখালী
এছাড়াও যোগাযোগের জন্য অংশ গ্রহন করুন নিন্মোক্ত ফেসবুক ইভেন্টে https://www.facebook.com/events/1067413896708138/?ti=cl