মোরেলগঞ্জে সাঁকো-পুল সমস্যায় শিক্ষার্থীদের ভোগান্তি
বাগেরহাটের মোরেলগঞ্জের একটি সাঁকো ও একটি পুলের ভগ্নদশার কারনে উপজেলার পুটিখালী ও পঞ্চকরণ ইউনিয়নের শত শত শিক্ষার্থী ও জনসাধারণের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
পুটিখালী ও পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের সংযোগ খালে রয়েছে ঝুঁকিপূর্ণ সাঁকোটি। সাঁেকার একপাড়ে পুটিখালীর মুন্সিরহাট এলাকায় রয়েছে মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। অপরপাড়ে পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক সহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ সাঁকো দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী সহ এলাকার লোকজন পারাপার করে। জোয়ারের সময় সাঁকোর দু’পার পানিতে তলিয়ে যায়। যার কারণে শিশু শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পার হতে হয়।
অপরদিকে পুটিখালী ইউনিয়নে ভাটখালী ও গজালিয়া সংযোগ খালের পুলটিও দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জনগুরুত্বপূর্ণ এ পুল দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ,শত শত লোক ও বিভিন্ন মটরযান ঝুঁকি নিয়ে চলাচল করছে। পুটিখালী ইউপি চেয়ারম্যান মো. শাহচান মিয়া শামীম বলেন, এ পুলটি অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করা হবে। #
আরএইচ