ঈদে ছিন্নমূল শিশুদের পাশে ইউস্যাড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে ইউনিভার্সিটি আজ শনিবার (১০, সেপ্টেম্বের, ২০১৬) স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাই (ইউস্যাড)এর উদ্যোগে ছিন্নমূল শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। ছিন্নমূল শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন ইউএসএডির অন্যতম উপদেষ্টা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড স্কাই এর প্রধান নির্বাহী আশীষ কুমার মজুমদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউস্যাড উপদেষ্টা পর্ষদের সদস্য ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর উপ-ব্যবস্থাপক(জনসংযোগ) মোঃ ওয়াহিদুজ্জামান।
ঈদ উপহারের মধ্যে শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট প্রভৃতি ছিন্নমূল শিশুদের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএসএডির কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল, সাধারণ সম্পাদক আবির হাসান খান পলাশ, পরিচালনা পর্ষদের সদস্য জাহিদ হাসান ।
অনুষ্ঠানে জাবি ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক হূমায়ুন কবির সভাপতিত্ব করেন এবং জাবি ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক শিকদার সুমন মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাবি ইউনিটের সাংগঠনিক সম্পাদক কাজী বিজয়, ক্রীড়া সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊম্মে হাবিবা ও রাকিব হোসেন, জাবি ইউনিটের সদস্য সজলসহ ইউএসএডির সদস্যবৃন্দ।
এ সময় প্রায় ৪০ জন ছিন্নমূল শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ইউএসএডির নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবায় তাদের কার্যক্রম দিন দিন প্রসারিত হবে এবং এ সময় তারা সকলের সহযোগিতা কামনা করেন।#
আরএইচ