গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা

গ্রিন ইউনিভার্সিটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য Certificate Course in Teaching and Learning at GUB: Steps towards Quality and Excellence শীর্ষক চার মাস ব্যাপী একটি প্রশিক্ষণ প্রোপ্রাম পরিচালনা করা হয়। এ প্রশিক্ষণ প্রোগ্রামটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে চারদিন এবং দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষকদের সপ্তাহে একদিন তিন ঘন্টার একটি সেসনে চার মাস (এক সেমিস্টার) অংশগ্রহণ করতে হয়। সাফল্যের সহিত প্রশিক্ষণ সম্পন্নকারীদের পদন্নতিসহ অন্যান্য বিষয়ে বিবেচনা করা হয়। গ্রিন ইউনিভার্সিটির Center of Excellence for Teaching and Learning এর উদ্যোগে প্রথম পর্বটি গত ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত নতুন ১১ জন সিনিয়র ও জুনিয়র শিক্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Post MIddle

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির এ কর্মশালায় সভাপতিত্ব এবং lead facilitator-হিসেবে মূখ্য ভূমিকা পালন করেন। এছাড়াও কর্মশালার বিভিন্ন সেশনসমূহ পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, গ্রিন ইউনিভার্সিটির ট্রেজারার জনাব মোঃ শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনারেল মো: মইনুল ইসলাম, গ্রিন বিজনেস স্কুলের ডিন, প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী ও প্রভাষক জনাব ইকবাল হাসান, লেঙ্গুয়েজ সেন্টারের কোঅর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিসেস সিরাজুম মুনিরা এবং ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোঃ আশিকুর রহমান।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট