অধ্যাপক মোবাশ্বের আলী গোল্ড মেডেল প্রদান

‘অধ্যাপক মোবাশ্বের আলী গোল্ড মেডেল ২০১৬’ প্রদান অনুষ্ঠান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, উপাচার্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান অনুষ্ঠানে ‘অধ্যাপক মোবাশ্বের আলী গোল্ড মেডেল-২০১৬’ গ্রহণ করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, উপ-উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি এবং ড. আব্দুল ওহাব, সাবেক পরিচালক, বাংলা একাডেমি।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট