বশেমুরবিপ্রবিতে এন্টি রেগিং বিষয়ে শর্ট ফিল্ম নির্মিত

ক্যাম্পাসের অন্যতম অপসংস্কৃতি রেগিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে নির্মিত হল ক্যাম্পাস রেগিং বিরোধী শর্ট ফিল্ম ‘আনটোল্ড’। ফিল্মের পরিচালক সিএসই ১ম বর্ষের শিক্ষার্থী দেবাশীষ রায় বলেন, পুরো রেগিং বিষয়টি আমরা দশ মিনিটে পর্দায় আনতে পেরেছি এবং আমার বিশ্বাস দর্শকরা কিছুটা হলেও সচেতন হবেন। তিনি আরও বলেন সব ঠিকঠাক থাকলে আগামী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র প্রতিযোগীতায় এই ফিল্মটি লড়বে বশেমুরবিপ্রবির হয়ে।

Post MIddle

শর্ট ফিল্মটি ‘রেডলি গ্রীণ’ প্রডাকশনের ব্যানারে করা হয় এবং এর পৃষ্ঠপোষকতায় ছিল বশেমুরবিপ্রবি অন্যতম সংগঠন ‘ক্যানভাস’। ছবিটি ইউটিউবে https://youtu.be/VfnRPRW5rNg এই ঠিকানা দেখা যাবে।#

পছন্দের আরো পোস্ট