ঢাবি চলচ্চিত্র সংসদের নতুন কমিটি গঠন
৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভা শেষে ২০১৬-১৭ কার্যবর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। এ পরিষদে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন- এস এম আরিফ রায়হান এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন- দিলাওয়ার হোসাইন।
‘২০১৬-১৭’ কার্যবর্ষের জন্য ঘোষিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিঃ
সভাপতিঃ এস এম আরিফ রায়হান
সহ-সভাপতিঃ মুহাম্মদ সাজ্জাদ হোসেন
সাধারণ সম্পাদকঃ দিলাওয়ার হোসাইন
সহ-সাধারণ সম্পাদকঃ শাহেদ খান
অর্থ সম্পাদকঃ আইনুন নাহার
প্রচার সম্পাদকঃ মীর রেজওয়ান মাহমুদ
তথ্য ও গবেষণা সম্পাদকঃ পিটার জেভিয়ার রোজারিও
প্রকাশনা সম্পাদকঃ অমর্ত্য গালিব চৌধুরী
পাঠচক্র সম্পাদকঃ আব্দুল কাইয়ুম
দপ্তর সম্পাদকঃ আহমেদ মুনওয়ার
সহকারী দপ্তর সম্পাদকঃ রুবাইয়াত সুলতানা
কার্যকরী সদস্য-
১। আলী হায়দার
২। তাছলিমা বেগম
৩। আহমেদ তারিফ
৪। শিশির কুমার রায়
৫। মোশারফ হোসেন
৬। সৌরভ সরকার
৭। সাইফ রাব্বি মোহাম্মদ মুশাহিদ বিল্লাহ
৮। মুসতাহসিন লাবিব
৯। কারিমুল ইসলাম
১০। মোহাম্মাদ সিফাত হাসান
১১। আহমেদ জামিল
১২। আবু নাসের
১৩। সাদিয়া নাসরিন
১৪। শেখ আল-আমিন
১৫। মাহাবুবুর রহমান
১৬। সৌহৃদ জামান
১৭। ফেরদৌস খান
১৮। বি এম জবল ই রহমত
১৯। ফারহাদ হোসেন
২০। তাসফিয়া তাবাসসুম
২১। নাফিজা তাবাসসুম
#
rh