ঢাবিতে ওপেন স্ট্রিট ম্যাপিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুনীর চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ডিইউ ইনোভেশন এন্ড ব্যাপী ওপেন স্ট্রিট ম্যাপিং বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ আয়জনে সহায়তা করেছে ইউএসএইড ও ইউথম্যাপারস।

প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপেন স্ট্রিট ম্যাপিং এর কর্মপ্রক্রিয়া বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেয়া। কিভাবে বিভিন্ন ভৌগলিক ও অবস্থানগত তথ্য সংগ্রহ করতে হয় এবং সেগুলো বিভিন্নভাবে সাধারণ মানুষের কাজে ব্যবহার করা যায়।

এই প্রশিক্ষণটি পরিচালনা করেন আহসানুল হক, জিআইএস স্পেশালিষ্ট এবং সঞ্চালনা করেন রাশেদুর রহমান, পরিচালক, ডিইউ ইনোভেশন এন্ড ইনকিউবেশন ল্যাব(ডিইউ আইল্যাব)। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রায় পঁয়ত্রিশজন শিক্ষার্থী অংশ নেয়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট