কর্পোরেট লিডারদের মুখোমুখি এশিয়ানের শিক্ষার্থীরা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন এর মাস্টার্স শ্রেণীর (এমবিএ) শিক্ষার্থীদের মার্কেটিং পেশায় হাতে কলমে শিক্ষাদানের লক্ষ্যে মিট দা লিডারস্ প্রোগ্রামের আয়োজন করে ব্যবসায় প্রশাসন বিভাগ। উত্তরার রয়েল কুইজাইন রেস্টুরেন্ট এর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক। বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট এর অন্যতম সদস্য এস এম ইয়াছিন আলী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

Post MIddle

জাতীয় এবং বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট লিডারদের উপস্থিতি ছিল এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পেপসি কো গ্রুপের কান্ট্রি সেলস ম্যানেজার জনাব আনিসুর রহমান, টিভিএস অটো বাংলাদেশ এর হেড অব অপারেশন্স বিপ্লব কুমার রায়, বসুন্ধরা গ্রুপের টিস্যু এন্ড হাইজেনিক প্রোডাক্ট এর নির্বাহী পরিচালক জনাব মাসুদুজ্জামান, সেভেন রিংস সিমেন্ট এর চিফ মার্কেটিং অফিসার জনাব আসাদুল হক সুফিয়ানী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের কো-অর্ডিনেশন ম্যানেজার মাহমুদুর রহমান মান্না প্রমূখ।

কর্পোরেট লিডারগণ শিক্ষার্থীদের নিকট তাদের সফলতার পিছনের গল্প বলেন। তাঁরা শিক্ষার্থীদেরকে সফলতার পিছনে দৌড়ানোর পূর্বে নিজের যোগ্যতা ও দক্ষতার উপর বিশ্বাস অর্জনের কথা বলেন। অধ্যবসায় সফলতার প্রধান চাবীকাঠি বলে তাঁরা উল্লেখ করেন। অতিথিবৃন্দ ব্যবহারিক জীবন থেকে শিক্ষাগ্রহণ এবং নিজের মেধা কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন।
বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডিরেক্টর স্টুডেন্টস অ্যাফেয়ার্স আব্দুল্লাহ এম তাহের এবং এমবিএ সমন্বয়ক জুলফিকার আলী অনুষ্ঠানটি সমন্বয় করেন।##

পছন্দের আরো পোস্ট