যুগপূর্তিতে আইসিটি ক্যারিয়ারের বিশেষ অফার

ict careerকম্পিউটার প্রশিক্ষণের ১২ বছরপূর্তি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মাত্র ১০০০ টাকায় অফিস ম্যানেজমেন্ট/হার্ডওয়্যার এবং মাত্র ২০০০ টাকায় গ্রাফিক ডিজাইন/ওয়েব ডিজাইন শেখাবে আইসিটি ক্যারিয়ার।

৫০ জন প্রশিক্ষণার্থীকে যেকোন একটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহনের এক ব্যতিক্রমী সুযোগ দিবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত প্রতিষ্ঠান নাছিমা এনাম ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার । ১০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত এ সুযোগ থাকবে।

এছাড়া পিএইচপি/ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট/ নেটওয়ার্কিং/অটোক্যাড/ একাউন্টিং সফটওয়্যার ট্যালি/ থ্রিডি স্টুডিও ম্যাক্স/ স্কেচ আপ/ ৬ মাস মেয়াদী ডিপ্লোমা/১ বছর মেয়াদী ডিপ্লোমাসহ অন্যান্য কোর্সে ভর্তিতে ৫০% ছাড় থাকবে।
আইসিটি ক্যারিয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রেস রিলিজ থেকে জানা যায় ,দুই মাস মেয়াদী কোর্সে নামমাত্র কোর্সফিতে ভর্তি হয়ে আপনি সেপ্টেম্বর ২০, ২০১৬ থেকে প্রশিক্ষণ শুরু করতে পারবেন। অথবা পরবর্তী ৬ মাসের মধ্যে যেকোন সময় এটি শুরু করতে পারবেন। স্মার্ট, ডায়নামিক এবং আপডেটেড হওয়ার জন্য এটি একটি ভালো সুযোগ।

আইসিটি ক্যারিয়ার এর প্রতিষ্ঠাতা ও নাসিমা এনাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক খান এহছান বলেন, আইসিটি ক্যারিয়ার দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল এর ৮ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে।

উল্লেখ্য অফিস ম্যানেজমন্টে /গ্রাফিক্স ডিজাইন/ পিসি হার্ডওয়্যার মেইনটেন্যােন্স/ বেসিক ওয়েব ডিজাইন/পিএইচপি/ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট/ নেটওয়ার্কিং/অটোক্যাড/ একাউন্টিং সফটওয়্যার ট্যালি/ থ্রিডি স্টুডিও ম্যাক্স/ স্কেচ আপ/ ৬ মাস মেয়াদী ডিপ্লোমা/১ বছর মেয়াদী ডিপ্লোমাসহ অন্যান্য কোর্সে প্রশিক্ষণ দেয় আইসিটি ক্যারিয়ার ।

বিস্তারিত: আইসিটি ক্যারিয়ার (১৩৫, নিচতলা), কনকর্ড এম্পরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা। ০১৭১২৯১১৫৬৯,০১৬২৬০৩২৭৭১

আরএইচ

পছন্দের আরো পোস্ট