বশেমুরবিপ্রবিতে কাশিয়ানী ছাত্রকল্যাণ সংঘের সাক্ষাৎ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রকল্যাণ সংঘের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেলা ১ টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভাবনে আয়োজিত এ সাক্ষাতের সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক আল আমিন শেখ।

সাক্ষাতে নতুন সদস্যদের সাথে পরিচয় ও ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচির প্রস্তাবনা গৃহিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দীনের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাত করেন সংগঠনটির সদস্য গণ। সাক্ষাতে একই সাথে উপাচার্য মহোদয়কে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এ সময় সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর পক্ষে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা বিতান খানম।

উল্লেখ্য কাশিয়ানী উপজেলার শিক্ষার্থীদের আন্ত: সম্পর্ক বৃদ্ধির লক্ষে এ বছরের ৭ ইজুলাই আহবায়ক কমিটি প্রণয়নের মাধ্যমে কার্যক্রম শুরু করে সংগঠনটি।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট