রাবিতে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে। আবেদন কার্যক্রম চলবে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। আবেদনের জন্য ভর্তি ফরম পাওয়া যাবে অনলাইনে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে গত ১ সেপ্টেম্বর প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির বৈঠক হয়। বৈঠকে রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহম্মদ এন্তাজুল হকসহ বিভিন্ন অনুষদের ডীন এবং হল প্রাধ্যক্ষরা অংশ নেন। ওই বৈঠকে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি ফরম বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিভিন্ন অনুষদে ভর্তির ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা কমানোর পাশাপাশি আবেদন ফি নির্ধারণ করা হয়। আগামী ২৩ থেকে ২৬ অক্টোবর নয়টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, এ বছর মানবিক শাখায় ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে নূন্যতম জিপিএ-৩ সহ মোট জিপিএ-৭ পেতে হবে। যা আগে ছিলো ৭.৫০। একইভাবে বাণিজ্য শাখায় উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.৫০সহ মোট জিপিএ-৭.৫০ পেতে হবে। যা আগে ছিলো জিপিএ-৮। বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.৫০সহ মোট জিপিএ ৮ পেতে হবে। যা আগে ছিল ৮.৫০। এছাড়া জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে।
আবেদনের যোগ্যতা হ্রাসের বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি করার জন্য আবেদনের যোগ্যতা কমানো হয়েছে।
বিভিন্ন ইউনিটের আবেদন ফি:
বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদনের জন্য ৭৭০ টাকা, ‘বি’ ইউনিটে (আইন অনুষদ) ৩৩০ টাকা, ‘সি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৭১৫ টাকা, ‘ডি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৫৫০ টাকা, ‘ই’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৮২৫ টাকা, ‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) ৬০৫ টাকা, ‘জি’ ইউনিটে (কৃষি অনুষদ) ৪৪০ টাকা, ‘এইচ’ ইউনিটে (প্রকৌশল অনুষদ) ৫৫০ টাকা, ‘আই’ ইউনিটে (চারুকলা অনুষদ) ৩৯০ টাকা করা হয়েছে। আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ##