সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল

nurse_21943স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের দ্বিতীয় শ্রেণীর ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আজ এ ফলাফল প্রকাশ করে।পাবলিক সার্ভিস কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেলে কমিশনের সভায় এই ফলাফল চূড়ান্ত করা হয়। এখন তা পিএসসি’র ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
সুপারিশকৃত প্রার্থীদের টেলিটকের সহযোগিতায় তা এসএমএস’র মাধ্যমেও অবহিত করা হচ্ছে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মোট ৯ হাজার ৪৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।কমিশন এই নিয়োগের জন্য রোডম্যাপ তৈরি করে এবং তা অনুসরণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ করে।
Post MIddle
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ্লোমা নার্সদের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় তাদের নিয়োগ দেয়ার দায়িত্ব পায় পিএসসি।গত ২৮ এপ্রিলে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ জুন এবং মৌখিক পরীক্ষায় আমন্ত্রিত মোট ১০ হাজার ৯৬৪ জন প্রাথীর ভাইভা গত ২৩ আগস্ট শেষ হয়।
নিয়োগের ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে জানা যাবে।
পছন্দের আরো পোস্ট