স্টামফোর্ড স্থাপত্যবিদ্যার আইইবি এক্রিডেশন অর্জন

রাজধানীর আইইবি সেন্টারে “IAB accredited schools of Architecture and Induction ceremony 2016” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে দেশের দুটি পাবলিক ও সাতটি প্রাইভেট ইউনিভার্সিটিকে আইইবি এক্রিডেশনের সনদ তুলে দেয়া হয় ।  স্টামফোর্ড ইউনিভার্সিটির পক্ষে আইইবি সেন্টারে সনদ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.এম ফিরোজ আহমেদ।

এসময় আর্কিটেকচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর মীর আশরাফুর রেজা, প্রফেসর মোহাম্মদ আলী নকি,বিভাগীয় শিক্ষক সানিয়া তাবাস্সুম,সারাহ্ বাসনীন, শেখ ইতমাম সৌদ,তৌকির মাহমুদ এবং ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.এম ফিরোজ আহমেদ বলেন, “আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট সত্যিই আমাদের গর্বিত করেছে। ডিপার্টমেন্টের সকল ফ্যাকাল্টি, শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীর প্রতি রইলো আমার শুভেচ্ছা।

স্টামফোর্ড ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট প্রতিষ্টালগ্ন থেকেই বিভাগীয় নিয়মকানুন আর শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে দেশের স্থাপত্যবিদ্যা বিষয়ক পড়াশোনায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। ##

পছন্দের আরো পোস্ট