রেলওয়েতে ১২৮ পদে নিয়োগ

বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোটর ড্রাইভার ও খালাসি পদে মোট ১২৮ জনবল নিয়োগ করা হবে। আবেদন করা যাবে ১৬ অক্টোবর পর্যন্ত।

মোটর ড্রাইভার : এই পদে নিয়োগ দেওয়া হবে দু’জন। আবেদনকারীদের নূ্যনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি প্রার্থীর মোটর লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

খালাসি : খালাসি পদে নিয়োগ দেওয়া হবে ১২৬ জন। নূ্যনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন-ভাতা

Post MIddle

মোটর ড্রাইভার পদে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। খালাসি পদে বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। এ ছাড়া পাওয়া যাবে অন্যান্য সুযোগ-সুবিধা।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে পারবেন ‘চিফ পার্সোনেল অফিসার, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায়।

rh

পছন্দের আরো পোস্ট