স্টেট ইউনির্ভাসিটিতে জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ
রাজধানীর বেসরকারী বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-তে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশটির সভাপতিত্ব করেন এসইউবি’র উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গণি চৌধুরী।
সমাবেশে উপাচার্য বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গিবাদ দমনে রুখে দাঁড়াবে বাংলাদেশ। যত বিপর্যয় আসুক আমরা ভয় পাবো না। চ্যালেঞ্জ নিয়ে মাথা উঁচু করে সকল সমস্যা মোকাবিলা করবো। দেশে চলমান জঙ্গিবাদ মোকাবিলায় ছাত্র, শিক্ষকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্যায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর শামসুল ওয়ারেস বলেন, আমরা এখন একটি দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ধৈর্য্য ধরে মোকাবিলা করে দেশকে এই সংকট থেকে বের করে নিয়ে আসতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করছে একটি চক্র। জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্তরের মতো এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মাদ সাইফুল ইসলাম পাঠান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের প্রধান অ্যাসিস্টেন্ট প্রফেসর সাজ্জদ উর রশিদ, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক অ্যাসিস্টেন্ট প্রফেসর সজীব সরকার, আইন বিভাগের প্রধান জিনাত আমিন, অ্যাসিস্টেন্ট প্রফেসর নাজিয়া রহমান, বিজনেস স্টাডিজের বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর নিপা সাহা, অ্যাসিস্টেন্ট সিফাত কামাল, ইংরেজি বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর তাসলিমা আক্তার প্রমুখ।##