সাদার্ন ইউনিভার্সিটিতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সভা
সাদার্ন ইউনিভাসিটি বাংলাদেশ’র উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা আজ শনিবার সকাল ১১টায় ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলা ঘটনায় দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও প্রতিরোধে গণসচেতনতা জাগরণে এ সভার আয়োজন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
সাদার্ন ইউনিভাসিটির উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, , প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী, দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক মিরাজ রায়হান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ ও জেসমিন পারভীন জেসি, ইসলামী ব্যক্তিত্ব মাওলানা সলিম উল্লাহ, অভিভাবক প্রতিনিধি জেসমিন সুলতানা পারু, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল শিক্ষক এবং কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কারণে দেশের মানুষ প্রতি নিয়ত জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দেশের উন্নয়ন কর্মকা-কে এগিয়ে নিতে হলে এসব হীন দেশ বিরোধী কার্যক্রমের বিরদ্ধে জনপ্রতিরোধ সৃষ্টি করতে হবে। কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী না করে ঐক্যবদ্ধভাবে জঙ্গি ও সন্ত্রাস দমনে কাজ করে যেতে হবে। সকলের উচিৎ দেশের স্বার্থে ও কল্যাণে কাজ করা। ধর্মকে ভুল ব্যাখ্যা করে যারা জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, যারা ইসলামের নামে দেশে অরাজকতা চালাচ্ছে তারাই ইসলামের আসল শত্রু। সব ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে সুতরাং যারা মানুষ হত্যার পথ বেছে নিয়েছে তারা কোন ধর্মেরই অনুসারী হতে পারে না। শিক্ষার্থীরা যাতে জঙ্গি ও সন্ত্রাসবাদে জড়িয়ে না যায় সে ব্যাপারে প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সমস্যা। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করলে দেশে কোন জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকবেনা।