সাতক্ষীরায় শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা

সাতক্ষীরায় বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় অংশ নেয়। নিচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি তুলে ধরা হলো।

Post MIddle

সাতক্ষীরা সরকারি কলেজ : সাতক্ষীরা সরকারি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারি কলেজ প্রাঙ্গনে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আমানউল্লাহ আল হাদি, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশ্বাস সুদেব কুমার, মো. জিয়াউর রহমান, মো. আবুল কালাম আযাদ, মফিজুল ইসলাম, অরুনাংশু কুমার বিশ্বাস, কাজী আসাদুল ইসলাম, বলাই চন্দ্র ঘোষ, মুনতাছির বিল্লাহ প্রমুখ। এসময় কলেজের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. হাসান সরোওয়ার্দী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক সরদার সাইদুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ এস.এম আনোয়ারুজ্জামান, শিক্ষক পর্ষদ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলী, শিক্ষক শশী ভূষন পাল, মো. শফিকুর রহমান, শহিদুল হক, দীপা মন্ডল, মো. মোস্তাফিজুর রহমান, শেখ আব্দুল গফ্ফার, রবিউল ইসলাম, সমরেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ অলিউর রহমান।

সাতক্ষীরা সিটি কলেজ : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা সিটি কলেজ। শনিবার কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আজিবর রহমান, মো. ইউনুচ আলী, কৃষ্ণপদ সরকার, জাহাঙ্গীর আলম বাপ্পী, শফিউল আলম, জাকির হোসেন, ড. আব্দুল আজিজ, আলতাপ হোসেন প্রমুখ।

সাতক্ষীরা দিবা নৈশ কলেজ : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা দিবা নৈশ কলেজ। শনিবার কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. ময়নুল হাসান, শিক্ষক মাহবুবুর রহমান, মোস্তাক আলী, বেলাল গাজী, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, দেব কুমার ও ক্রীড়া শিক্ষক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু প্রমুখ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় : সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক এস.এম. আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গনি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, এড. আজহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, বিদ্যুৎ শ্রমিক নেতা বিকাশ চন্দ্র দাস, সহকারি প্রধান শিক্ষক শামিমা ইসমত আরা, সিনিয়র শিক্ষক অলোক কুমার তরফদার, ইয়াহিয়া ইকবল, হাবিবা ও সোহেলী প্রমুখ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, জেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দীক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, সহকারি শিক্ষক সমরেশ কুমার দাশ, গাজী মোমিন উদ্দিন, সিরাজুল ইসলাম, রোকেয়া সুলতানা, শারমীন সুলতানা প্রমুখ।

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। শনিবার সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. আরিফুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মনির হোসেন, ড.এম.এম নজমুল হক, অলোক সরকার, বিপ্লব কুমার দাস, ফারুক হোসেন, এনামুল হাসান ও সিদ্দিক আলী প্রমুখ।

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কনফারেন্স রুমে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর সার্কেল আতিকুল হক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, চীফ ইন্সট্রাক্টর মুহাম্মদ ফেরদৌস আরেফীন, ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান, ইন্সট্রাক্টর রঞ্জন কুমার সরকার, ইন্সট্রাক্টর মো. আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর মোস্তফা বাকী বিল্লাহ, ও ইন্সট্রাক্টর মো. সফিকুল ইসলাম, পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ প্রমুখ।

নবজীবন ইনস্টিটিউট ও পলিটেকনিক ইন্সটিটিউট : সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউট ও পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে শনিবার সকালে পৃথকভাবে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্টিত হয় । সমাবেশে নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সৈনিক লীগ আহবায়ক মাহমুদ আলী সুমন, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোল্ল্যা,সহকারী কো-অর্ডিনেটর খান ফাহিম আল-ফুয়াদ প্রমুখ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানদের মধ্যে সমীর কুমার ঘোষ,আকরাম হোসেন,নার্গিস আকতার,দেব কুমার,জাকির হোসেন মিন্টু,ছাত্র শিহাব হোসেন,ছাত্রী নাসরিন আকতার প্রমুখ। এসময় নবজীবন ইনস্টিটিউট ও পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা টাউন গালস স্কুল : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা টাউন গালস স্কুল। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা টাউন গালস স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বানু, সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল,ম্যানেজিং কমিটির সদস্য ছড়াকার নাজমুল হাসান, মাহফুজার সরদার, মো. এনামুল কাদের বুলবুল, মো. আব্দুল্লাহ, দাতা সদস্য সৈয়দ ইমামুল মুসলেমিন, সোলাইমান উদ্দিন, শেখ আলমগীর হোসেন, সিদ্দিকুজ্জামান, লক্ষী দত্ত, মাছুমা আক্তার প্রমুখ।

সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়। শনিবার বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান (উল্লাস)’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, শিক্ষক নাজমুল লায়লা, আক্তারুজ্জামান, মো. ফারুক হোসেন, মো. তৈবুর রহমান ও মো. কবির আহম্মেদ, শেখ জাহিদ হাসান, সিরাজুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় : সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সন্তোশ ব্যানার্জী, সহকারী শিক্ষক ােঃ আমিনুর রহমান উল্লাস, মোঃ মিজানুর রহমান, সেতারা আক্তার বানু, মোঃ হাবিবুর রহমান, ফারহাদ হোসেন, রেহানা বেগম, নিত্যানন্দ সরকার, কামরুন্নাহার, নেকাত শাহনাজ প্রমুখ।

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা’র সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, সহ সভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলু, কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক নূর আহম্মাদ, প্রভাষক রেজাউল করিম, সহকারী শিক্ষক শহিদুল আলম, শহিদুল ইসলাম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, শিক্ষক সাইফুল আলম ছিদ্দিকী প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা। শনিবার মাদ্রাসার হলরুমে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা শামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আক্তারুজ্জামান, মোঃ হাফিজুর রহমান, মুহাদ্দিস সিরাজুল ইসলাম, মোঃ ইউনুচ আলী, মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রায়হানুল কবির।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট