একটি কলম আর অজস্র পাতা
শৈশব থেকে কলমের গলা চেপে বসে আছি
কড়া পড়া আঙুলের কোণায়,
নিষ্পাপ ধবল পাতারা হচ্ছে কলঙ্কিনী
নির্বাক পাতায়, দস্যু কলমটা ঠোঁট বোলায়।
অবিরাম আদ্যপ্রান্ত বর্ণ গিলে রাখার প্রচেষ্টা
হায় ! পশুত্ব মেটায় মনুষ্যত্বের তেষ্টা,
অসহায় আমার কলম-খাতা
সভ্যতাই সেখায় যত অসভ্যতা।
তবুও অদম্য বাড়াবাড়ি,
কলঙ্কের চুনকাম করে আরেক কলঙ্কিনী।