ইবিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী দিনব্যাপী আয়োজন
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আহুত কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জঙ্গিবাদ বিরোধী র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচী পালিত হয়। এছাড়া আবাসিক হল গুলোতে জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে স্ব স্ব হল কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নেতৃত্বে জঙ্গিবাদ বিরোধী র্যালী বের হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর ও আবাসিক হল থেকে আলাদা আলাদা র্যালী বের হয়। র্যালী গুলো প্রশাসন আয়োজিত র্যালীতে এসে মিলিত হয়। প্রায় ১০ হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এই র্যালীতে অংশ নেয়। র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী-‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ নজির প্রতিষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সকলে দলমতের উর্ধ্বে এসে ঐক্যমতে পৌছেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচীতে আমরা শিক্ষার্থীদের জায়গার সংকুলান করতে পারিনি। বর্তমান সরকারের নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর বুদ্ধিদীপ্ত নীতির উপর ভর করে বাংলাদেশ সকল জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রকে রুখে দেবে।”
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সকল বিভাগীয় সভাপতি, হল প্রভোষ্ট, ইবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন বিভাগের হাজার হাজার শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করে। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় স্থানে জঙ্গি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে থিয়েটারের নাট্যকর্মীরা সহ বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহন করে।