আশায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শনিবার (০৩ সেপ্টেম্বর) জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, কমিউনিটি লিডার, মসজিদের ইমাম, গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ) উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনাব হাফিজ আল ফারুক। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমদ, ডীন, ব্যবসায় প্রশাসন অনুষদ ও চেয়ারম্যান, জঙ্গিবিরোধী কমিটি, আশাইউবি।

সভায় অংশ নেয়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে অভিভাবক জনাব মতিউর রহমান উজ্জ্বল, এডভোকেট আব্দুল হামিদ, মোহাম্মদপুর থানার অফিস ইন চার্জ জনাব জানে আলম, শ্যামলী শাহী মসজিদের মুয়াজ্জিন হাফেজ মওলানা রেজাউল করিম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক জনাব মোঃ মুরাদ হুসাইনসহ অনেকেই আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচকগণ জঙ্গিবাদ প্রতিরোধে পারিবারিক এবং সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন তথ্যের অবাধ আদান প্রদানের মধ্য দিয়ে জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব। আলোচকগণ বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রাখা প্রয়োজন। তাহলে তারা বিপথগামী হবে না। একই সাথে অভিভাকদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে ক্লাসের শুরুতে শিক্ষকবৃন্দ কিছু সময় ছাত্র-ছাত্রীদের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী আলোচনা করার উপর আলোচকগণ গুরুত্বারোপ করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।##

পছন্দের আরো পোস্ট