সারদা সুন্দরী মহিলা কলেজে সুবর্ণজয়ন্তী উৎসব

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব।এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে আজ শুক্রবার শহরের পূর্ব খাবাসপুরে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসিনা বানু, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তমিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ রাখাল চন্দ্র চক্রবর্তীসহ কলেজের শিক্ষক, অভিভাবকসহ কয়েক হাজার ছাত্রী অংশ নেয়।

Post MIddle

সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেলে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।২৯ জন শিক্ষার্থী নিয়ে ১৯৬৬ সালে সরকারি সারদা সুন্দরী কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজে বর্তমানে ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।#

rh

পছন্দের আরো পোস্ট