কলকাতায় চলছে বাংলাদেশ বইমেলা

bookকলকাতার রবীন্দ্রসদন প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা। একই ভাষা কিন্তু দুই রাষ্ট্রপরিসর- বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ। দুই দেশের মাঝখানে বন্ধুত্বের অবিচ্ছেদ্য সেতু বই। আর এ বইয়ের পাঠক আরও বাড়ানোর জন্য কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা।

Post MIddle

বাংলাদেশের বই পশ্চিম বাংলার পাঠকের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দেবার জন্যই এই উদ্যোগ।

বাংলাদেশের প্রকাশনা জগতের সুপরিচিত প্রকাশক ‘পাঠক সমাবেশ’ তাদের গ্রন্থ সম্ভার নিয়ে ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে এসে হাজির হয়েছে। উৎসাহী পাঠক বইপত্র নাড়াচাড়া করে দেখছেন এবং কিনছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের ব্যবস্থাপনায় এ বইমেলার আয়োজন করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এই মেলা চলবে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত।#

rh

পছন্দের আরো পোস্ট