নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘চর্যাচর্চা’র সেমিনার আজ

jkkniuজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘মাসিক চর্যাচর্চা বক্তৃতামালা-১’ বিষয়ক সেমিনার ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে। ‘চর্যাচর্চা’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মুক্তবুদ্ধি চর্চার সংগঠন।

Post MIddle

নয়াদিল্লীর সার্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রাবন্ধিক আসিফ বিন আলী সেমিনারে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ন্যাশনালিজম’ ভাবনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

প্রধান আলোচক থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব বোরহান ।

অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মুক্তাদির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার। সেমিনারে আগ্রহী সকলকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।#

পছন্দের আরো পোস্ট