ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এন ইউ উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১০০ জন শিক্ষার্থী নিয়ে ১ম ব্যাচের যাত্রা শুরু হয় আজ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এসব শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এক বছর মেয়াদী এ পেশাদার কোর্সে ভর্তি হয়েছে।

Post MIddle

এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “বর্তমান যুগে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে ডিগ্রীধারীরাই হবে জ্ঞাননির্ভর সমাজ গঠনের আসল কারিগর। কেবল সনদ প্রাপ্তি নয়, দেশের উৎকর্ষ সাধনের মানসিকতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিশেষ কোর্স দেশের প্রচুর সংখ্যক তথ্যবিজ্ঞানীর চাহিদা পূরণে অবদান রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ আসলাম ভূঁইয়া, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও ডীন  স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।

উল্লেখ্য, এবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামটি চালু হয়। বিপুল সংখ্যক প্রার্থী ভর্তির জন্য আবেদন করে। ভর্তি পরীক্ষা শেষে ১০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। সামগ্রিক ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডীনগণ, শিক্ষকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন।#

rh

পছন্দের আরো পোস্ট