আহমেদ মনির কবিতা ‘ক্লান্ত পথিক’

একে মনে তোমার ছবি
বসে আছি অন্ধকারে,
ভাবনাগুলো ভাবছে দেখ
রঙিন সুতোয় ইচ্ছে করে ।

নীলের সাথে কালো মিশে
রাত গড়াচ্ছে অন্ধকারে,
তোমায় ভাবতে স্থির রয়েছি
তারার মত শূন্যে ভেসে ।

Post MIddle

ধোঁয়া হয়ে যাচ্ছি উড়ে
মেঘে ভেসে মহাশূন্যে-
ভাবছি বসে আপন মনে
রংহীন যত ইচ্ছে নিয়ে,

ইচ্ছেগুলো হচ্ছে মিশে
স্বপ্নের পথে অশ্ব হয়ে,
স্বপ্নগুলো শুধুই স্বপ্ন
তুমি আছ হৃদয় মাঝে-
বুঝবেনা জানি কোন সময়
হতাশায় আজ ইচ্ছে ঘুড়ি ।

উৎসর্গঃ তোমায়…!

পছন্দের আরো পোস্ট