আশায় ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতিসংঘ সম্মেলন এর আদলে মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স বা ছায়া জাতিসংঘ সম্মেলন। এই অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী পুরুষের সমতা অর্জন’।

Post MIddle

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুজিবুল হক এমপি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী, এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন অনুদেও ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 ২ সেপ্টেম্বর অধিবেশনের কার্যক্রম শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৩ সেপ্টেম্বর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, আড়ম্বরপূর্ণ নৈশভোজ এবং সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে অধিবেশনটির সমাপ্তি ঘোষণা করা হবে।

এই অধিবেশনটির সার্বিক তত্বাবধানে রয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সামাজিক সংগঠন হাউজ অফ ইয়থ ডায়ালগ (HYD)।

পছন্দের আরো পোস্ট