শনিবার ঢাবিতে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।##