শোকের কবিতা

সৃষ্টি করেছেন যারা ১৫ই আগস্টেও ঘৃণ্য ইতিহাস

Post MIddle

বেঁচে আজো তারা? করে না কেউ বিশ্বাস।
বাংলাদেশের স্থপতি যিনি করেছেন তাকে হত্যা
পৃথিবী জুড়ে সব জাতি তাই করেন আমাদের অবজ্ঞা
জাতি হিসেবে বাঙ্গালী স্বাধীন হয়েছে বাংলাদেশ,
রাজনীতিতে আজো ফিরে আসে নাই সুস্থ পরিবেশ।

শেখ মুজিবের মৃত্যুর পর এদেশের রাজনীতি
সন্ত্রাসী আর চাঁদাবাজদের হয়েছে ভীষণ উন্নতি,
বুঝে না ভাল জানেনা দর্শন করেনি পড়ালেখা
হঠাৎ করে তারা মুজিব সম্পর্কে বলেন বাজে কথা।
জাতির পিতা বঙ্গবন্ধু তার নাম শেখ মুজিব,
মরেনি তিনি বেঁচে আছে আজো হয়ে চিরঞ্জীব।

নিষ্ঠুর আঘাতে এই দিনে যারা কেড়ে নিল তার প্রাণ।
বাংলাদেশের সর্বত্র মিশে আছে তার সেই রক্তের ঘ্রাণ।
অশিক্ষিত যারা সন্ত্রাসী তারাই আজকের বড় নেতা।
শেখ মুজিবের মৃত্যুর পর খাচ্ছি মোরা শুধুই ধোকা।
সাধ মিটে নাই হত্যাকারীদের বেড়ে গিয়েছে মনোবল,
করিতেছে তারা মারতে আবার ভেঙ্গেছে প্রটোকল।
২১শে আগষ্ট তাদেরই ছিল মারার নতুন পরিকল্পনা,
বাচাইয়াছেন আল্লাহ মরেছে অনেক রক্ষা পেয়েছে হাসিনা।

বারবার যারা করে চেষ্টা কেড়ে নিতে হাসিনার প্রাণ
ভয় করে না তিনি মৃত্যুকে গেয়ে যাবে জনতার জয়গান।
আজো বেঁচে আছে তিনি আছে তার প্রাণ
২০ কোটি মানুষের দোয়া আছে সঙ্গে তার
দোয়া করি মোরা সোনার বাংলার এই রুপকার।
তাই মোদের দেশে দরকার বারবার এই সরকার
আজকের পৃথিবীতে শুধুই চিনে উন্নতি যার
তারই আমরা জানি শুধু শেখ হাসিনার।

ধন্য বাপের বেটি গর্ব মোদের সবার
বেঁচে থাকুক বহুদিন, উন্নতি হোক বাংলার
ভুল ভ্রান্তি ক্ষমা চাই দোয়া করবেন মোওে,
এই কবিতা আমি দিলাম উৎসর্গ করে
জাতি ধর্ম বর্ণ সকলেই মোরা এক জাতি
এই কঠিন মুহুর্তে তাই সবাই ঐক্যবদ্ধ থাকি।

দোয়া করি, বেঁচে আছে যত শহীদের সন্তান
তারা যেন ভুলেনা মোর কবিতা করেন সম্মান।
মরণের আগে রেখে গেলাম এই স্মৃতি
মুছে যাবে না কবিতার কথা হবে না কারও ক্ষতি
কবিতার দ্বারা সকলের কাছে রেখে গেলাম কৃতি।##

লেখক: অবসরপ্রাপ্ত ওরিয়ন গ্রুপের মার্কেটিং ম্যানেজার।

পছন্দের আরো পোস্ট