প্রীতি সুতারের কবিতা `অাপশোস’

প্রীতি সুতারঅাপশোস

Post MIddle

তোমাকে নিয়ে আর অযথা ভাবব না!
অহর্নিশি ভেবে ভেবে আর চোখের নীচে কালি পড়াব না,
তোমার জামা কাপড়ে মুখ লুকিয়ে আর কাঁদবো না,
কেন কাঁদবো!
তুমি তো আর আমায় ভালোবাসো না,
ভালোবেসে কাছে চাওনা,
গভীর রাতে আর স্বপ্নে ফুঁপিয়ে ওঠো না,
আমায় কোথাও না দেখলে বাড়ি আর মাথায় করো না,
দিব্যি তো ভালো আছো….
বেশ আছো!
ইচ্ছে মতো উড়ছো মুক্ত আকাশে,
ইচ্ছে মতো ডুবছো নীল সমুদ্রে,
ইচ্ছে মতো লুকিয়ে যাচ্ছো পাহাড়ের আড়ালে,
ইচ্ছে মতো হারিয়ে যাচ্ছো পৃথিবীর বুকে।
আমার নাগলের থেকে বহুদূরে….
আর পারছি না নিজের মতো করে ছুঁতে,
নিজের মতো করে আদর করতে,
সাবান জলে স্নান করিয়ে দিতে,
শুকনো অঙ্গে সরিষার তেল দিতে,
ভেজা মাথা-দেহের আপাদ-মস্তক মুছিয়ে দিতে,
দুঃখ পোষা মেয়ের গপ্প বলে ভাত খাইয়ে দিতে,
আর পারিনা মাথায় হাত বুলিয়ে দিতে,চুলে বিলি কাটতে….
আমি এখন পর হয়ে গেলাম,
দূরের মানুষ হয়ে গেলাম….
মাঝবরাবর শুধু এক গ্রহ থেকে আরেক গ্রহের দূরত্ব।
তবু আপশোস করবনা….
ভাববো দুজনে আছি,
খুব বেঁচে আছি-
এক আকাশের নীচে,
এক পৃথিবীর বুকে,
তিন ভাগ জলের এক ভাগ স্থলে,
আছি…শুধু আছি।।

প্রীতি সুতার। সমসাময়িক বাংলা সাহিত্যের উদীয়মান মহিলা কবি ও লেখক।স্থায়ী ঠিকানাঃ বারাসাত, পশ্চিমবঙ্গ। বর্তমান ঠিকানাঃ কলকাতা, পশ্চিমবঙ্গ।

পছন্দের আরো পোস্ট