জাবিতে ৫ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু

‘বিতর্ক চলুক, আসুক যুথবদ্ধ আগামী’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজন করেছে ৫ দিনব্যাপী একমি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক শেখ রাহাত রহমান ।

Post MIddle

লিখিত বক্তব্যে তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিতর্ককে সামাজিক আন্দোলনে রূপদানের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তারই ধারাবাহিকতায় জেইউডিও ৩০ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত ৫দিন ব্যাপী এক্মি-র সহযোগিতায় “এক্মি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০১৬” আয়োজন করেছে।

প্রতিযোগিতায় আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টিম করে মোট ৯৬টি টিম অংশগ্রহণ করবে। এবারের প্রতিযোগিতা জঙ্গিবাদ, তরুণদের মধ্যে বিভেদ, দেশ ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আগামী ৩ সেপ্টেম্বর চূড়ান্ত বিতর্ক, পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক মোজাম্মেল হক তন্ময়, শিক্ষা ও গবেষণা সম্পাদক রুকাইয়া আলম মৌমিতা, একমি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মাহবুবুল আমীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ##

পছন্দের আরো পোস্ট