জাবিতে আদিবাসী শিক্ষার্থীদের মানবন্ধন

Jahangirnagar Universityখাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিয়া এলাকায় পর্যটন প্রসারণের নামে ৭০০ একর জমি অন্যায়ভাবে অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Post MIddle

মানববন্ধনে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মং চং রাখাইন অভি বলেন, এভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে কোন কোন প্রকার ক্ষতি পূরণ ছাড়াই প্রায় ২৫০ পরিবারকে উচ্ছেদ করা কোন সভ্য সমাজের কাজ হতে পারে না। এই মানুষ গুলো কোথায় যাবে তাদের সব হারিয়ে। এ সময় তিনি সংগঠনের পক্ষ থেকে এ ধরণের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহম্মদ মামুন অর রশীদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, সাধারণ সম্পাদক আবেদ সরকার সোহাগ,  ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদ সুস্মিতা মরিয়মসহ প্রায় শতাধিক আদিবাসি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট