জাবিতে কর্পোরেট ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

DSC_2913জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্ধদিবস ব্যাপী কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার ভাবনা ও তার প্রস্তুতি বিয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।আজ ২৮ (আগস্ট) বিকালে সরকার ও রাজনীতি বিভাগের উদ্দ্যোগে এ কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় সভাপতি জনাব বশির আহমেদ।

Post MIddle

এসময় তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের বেকার সমস্যা সমাধানে কর্পোরেট সেক্টরের কোন বিকল্প নেই। তাই শুরু ক্যাডার ভিত্তিক ক্যারিয়ার ভাবনা থেকে বের হয়ে কর্পোরেট চিন্তা ভাবনা লালন করে নিজে বেকারত্ব দূর করে একজন উদ্দ্যোক্তা হওয়ার প্রতি তিনি উৎসাহ প্রদান করেন।

Technology and Innovation and Career Club (TICC)এর আয়োজনে দুই শাতাধিক জাবি শিক্ষার্থীর এ কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের Recruitment Manager আবু উবায়েদ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র-কল্যাণ উপদেষ্টা ড. নাসরীন সুলতানা , সহযোগী অধ্যাপক মোছাঃ তমালিকা সুলতানা, সহকারী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসান, কামরুল হাসান প্রমুখ।

পছন্দের আরো পোস্ট