রাবি উপাচার্যের সাথে ইরানী প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়েদ মুসা হোসাইনি, ডেপুটি কালচারাল কাউন্সিলর খসরু আবাদি ও দূতাবাস সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ড. জহির উদ্দিন মাহমুদ সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ও মতবিনিময়ে মিলিত হন।

Post MIddle

উপাচার্যের অফিসে এই সাক্ষাতকালে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। কালচারাল কাউন্সিলর সাইয়েদ মুসা হোসাইনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাংস্কৃতিক কর্মকান্ড ইরানি সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য সে প্রস্তাবকে স্বাগত জানান।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, ভাষা বিভাগের সভাপতি ড. মো. আতাউল্যাহ, প্রফেসর মো. শামীম খান, প্রফেসর মো. নূরুল হুদা, প্রফেসর মো. কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।##

পছন্দের আরো পোস্ট