ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানী প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাপানের কানসাই এ্যাকশন কোম্পানির প্রেসিডেন্ট মাসাহিরো ইসুকাওয়া-এর নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ২৭ আগস্ট ২০১৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন – কানসাই এ্যাকশন কোম্পানির পরিচালক শিনিয়া নিশিমুরা এবং লিগ্যাল এ্যাডভাইজার অনুপ সমাদ্দার।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার টেকনোলজি এবং পরিবেশ বিষয়ক শিক্ষার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জাপানী প্রতিনিধিদলের সদস্যরা তাদের কোম্পানিতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তারা উপাচার্যকে আশ্বাস দেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানসাই এ্যাকশন কোম্পানির মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট