
ঢাবিতে দুদিনব্যাপী আন্তজার্তিক কনফারেন্স
ঢাকা বিশ্ববিদ্যালয় ও Research and Development Collective (RDC) এর যৌথ উদ্যোগে এবং ভারতের মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (এমএকেএআইএএস) ও ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় Secularism Democracy and Gender Parity in South Asia শীর্ষক দু’দিনব্যাপী আন্তজার্তিক কনফারেন্স’র উদ্বোধনী অনুষ্ঠান আজ (২৮ আগস্ট ২০১৬) রবিবার সকাল ৯:৪৫টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠেয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা এবং ভুটানের রাষ্ট্রদূত সোনম তোবদেন রাবগাই। আলোচনায় অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান পরদিন ২৯ আগস্ট ২০১৬ সোমবার দুপুর ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক এমপি।