জন্মাষ্টমী উপলক্ষে জগন্নাথ হল উপাসনালয়ে আলোচনা সভা

DSC_0178শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল উপাসনালয়ে গতকাল (২৬ আগস্ট ২০১৬) শুক্রবার সন্ধ্যায় ‘বর্তমান প্রেক্ষাপটে শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

Post MIddle

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শাহজাহান খান এমপি। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক শ্রীমান সর্বেশ্বর গোবিন্দ দাস প্রমুখ।

এতে সম্মানিত অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেন।

পছন্দের আরো পোস্ট