সড়ক দূর্ঘটনায় জাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম শহীদুল্লাহ তুষার। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের ফটক গেটের পাশে এ ঘটনা ঘটে। সে পরিসংখ্যান বিভাগের ৩৮তম ব্যচের শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ছিল।

Post MIddle

প্রতক্ষদর্শীরা জানান, তুষার বিআরটিসি বাসের দরজার সামনে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের দিক থেকে আসছিল। ঠিক তখন মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের ফটক গেলের সামনে ময়লা বোঝায় করা একটি টলি রাখা ছিল। উল্টো দিক থেকে অন্যগাড়ী আসায় বিআরটিসি গাড়ীটি ময়লা বোঝায় করা টলির দিকে চেপে গেলে তুষারের দেহের এক পাশের সঙ্গে টলি লেগে যায়। তৎক্ষণাৎ সে মাটিতে পড়ে যায়।

অজ্ঞান অবস্থায় এনাম মেডিক্যালে নেওয়া হলে এনাম মেডিক্যালের কলেজ এন্ড হাসপাতালরের পরিচালক ডা. আনোয়ারুল কাদের নাজিম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তুষারের বাড়ি ভোলা জেলার চরফেশন থানার ওসমানগঞ্জ গ্রামে।##

পছন্দের আরো পোস্ট