সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উদ্বোধন

সোনারগাঁও ইউনিভার্সিটি (এস ইউ) ২০১২ সালের ১৮ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদিত হয়। প্রাথমিকভাবে ২৯/১, কাওরানবাজার, ৭১ কাওরানবাজারএবং জ-১৪৬ ওয়ারলেজ গেইট মহাখালীসহ তিনটি অনুমোদিত ভবন নিয়ে ২০১৩ সালে পাঠদান কার্যক্রম শুরু করেন। দুই বছর পরে২৯/১, কাওরানবাজার ও ৭১ কাওরান বাজার ভবন দুটির পরিবর্তে ইউজিসি কর্তৃক নতুন অনুমোদন কৃত ভবন ১৪৭/আই, গ্রীন রোড ক্যাম্পাসটির অনুমোদন দেন। যার ধারাবাহিকতায় গত ২৪ আগষ্ট সোনারগাঁও ইউনিভার্সিটির উন্নয়ন কর্মসূচি, মতবিনিময় সভা ও নতুন ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন, রাশেদ খান মেননএমপি, মাননীয়মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ও সোনারগাঁও ইউনিভার্সিটিট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সদস্য। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ নজরুল ইসলাম বাবু, মাননীয় সংসদ সদস্য ও সোনারগাঁও ইউনিভার্সিটি ট্রাস্টের সম্মানিতট্রাস্টি সদস্য ও ডাঃ সায়মা আফরোজ ইভা, সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) ট্রাস্টের চেয়ারম্যান ।

Post MIddle

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাবি, সিন্ডিকেটসদস্য, সোনারগাঁওইউনিভার্সিটি ড. মোঃ আব্দুর রাজ্জাক আকন্দ, প্রো-ভাইসচ্যান্সেলর, সোনারগাঁওইউনিভার্সিটি মোঃআল-আমিন মোল্লা, ট্রেজারার, সোনারগাঁও ইউনিভার্সিটি ড. মোঃ রফিকুল ইসলাম মীর, পরীক্ষা নিয়ন্ত্রক, সোনারগাঁও ইউনিভার্সিটি প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক, সোনারগাঁও ইউনিভার্সিটি ট্রাস্টড. মোহাম্মদ আলী, প্রফেসর ও বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, উপদেষ্টা, সোনারগাঁও ইউনিভার্সিটি ড. মোস্তফাআকবর, প্রফেসর, ডিপার্টমেন্ট অব কম্পিউটারসাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বুয়েট,উপদেষ্টা, সোনারগাঁওইউনিভার্সিটি ড. মোঃ শাহজাদা তরফদার, প্রফেসর, ডিপার্টমেন্ট অব নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, বুয়েট,উপদেষ্টা, সোনারগাঁওইউনিভার্সিটি ড. মাহমুদা আক্তার, প্রফেসর, ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশনসিস্টেমস্, ঢাবি, উপদেষ্টা, সোনারগাঁও ইউনিভার্সিটি, ড. সাব্বির মোস্তফাখান, প্রফেসর, ডিপার্টমেন্ট অব ওয়াটাররিসোর্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং, বুয়েট, উপদেষ্টা, সোনারগাঁওইউনিভার্সিটি, মিসেসশামীম আরা হাসান, এসোসিয়েটপ্রফেসর, ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার, বুয়েট, উপদেষ্টা, সোনারগাঁওইউনিভার্সিটি , ড. আরিফ হাসান মামুন, প্রফেসর, ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, ড. মোঃ শওকত জাহাঙ্গীর, প্রফেসর, ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশন সস্টেমস্,জগন্নাথ বিশ^বিদ্যালয়, ড. মোঃ মফিজুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, ড. মোঃ আরেফিন কাওছার, প্রফেসর, ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট