বেরোবিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার

‘বিতর্কে বিতর্কে ভাঙ্গি মগজের কারফিউ’ শ্লোগান ১৭ বিভাগকে নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগতিা অনুষ্ঠিত হচ্ছে । শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Post MIddle

এতে ম্যানেজমেন্ট স্টাডিজের মুখোমুখি হবে ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (সচেতনতাই পারে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে), ইংরেজী ও উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ (নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের ভুমিকাই প্রধান), গযোগাযোগ ও সাংবাদিকাতা বিভাগ এবং বাংলা (তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ তরুন সমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ), দূর্যোগ ব্যাবস্থাপনা ও রসায়ন বিজ্ঞান ( দক্ষিণ এশিয়ার রাজনীতির মুখ্য প্রভাবক ধর্ম),গণিত ও পদার্থ (জ্বালানী সংকটই আগামী বিশ্বে ও প্রধান চ্যালেঞ্জ), একাউন্টিং ও মার্কেটিং(সাংস্কৃতিক বিমুখতায় জঙ্গিবাদের মুল কারণ), ফাইন্যান্স ও সমাজ বিজ্ঞান (সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনই জঙ্গিবাদ রুখতে পারে), রাষ্ট্র বিজ্ঞান ও পরিসংখ্যান ( অপরিকল্পিত শিল্পায়ানই প্রাকৃতিক দূর্যোগের মূল কারণ), লোকপ্রশাসন ও অর্থনীতি বিভাগ।

এ প্রতিযোগিতার চীফ মডারেটরের দায়িত্বে রয়েছেন বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক তুহিন ওয়াদুদ।##

পছন্দের আরো পোস্ট